ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নিরাপদ ভোজ্য তেলের দাবিতে কিশোরগঞ্জে ক্যাবের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্য তেলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার বিকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু। কর্মসূচিতে জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, সাংবাদিক একে নাসিম খান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম এ গণি, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, জেলা ক্যাব সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি, নারীনেত্রী শাহীন সুলতানা ইতি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আইন অনুযায়ী দেশে সকল ভোজ্য তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক। অথচ ড্রামে বাজারজাতকৃত ৫৯ শতাংশ ভোজ্য তেলই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং ৩৪ শতাংশ ভোজ্য তেলে সঠিকমাত্রায় ভিটামিন ‘এ’ নেই। খোলা ড্রামের অনিরাপদ ভোজ্য তেল ব্যবহারের কারণে মানুষের মধ্যে নানাবিধ রোগ-ব্যাধি বিশেষত অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। তাই অস্বাস্থ্যকর, অনিরাপদ ও নন-ফুডগ্রেড ড্রামে ভোজ্য তেল ব্যবহার বন্ধ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে ক্যাব-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status