ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নাঙ্গলকোটে ডিবি পুলিশের গাড়িচাপায় ব্যবসায়ীর মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
৩ মে ২০২৪, শুক্রবার

কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের নাঙ্গলকোটের মন্তলী ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বুধবার রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশের গাড়ি চাপায় জিয়াউল হক (৩৭) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গাড়ির ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন। গাড়ি চাপায় মৃত্যু হওয়া জিয়াউল হক মন্তলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। মৃত ইসমাইল হোসেনের ৫ পুত্রের মধ্য জিয়াউল হক সবার ছোট। জিয়াউল হকের আব্দুল্লাহ ও আফসান নামে ৮ ও ৪ বছরের দু’টি পুত্র সন্তান রয়েছে। আহত জিয়াউল হক একই গ্রামের হাজী সেরাজুল হকের ছেলে, তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসে চালক পালিয়ে গেলেও ডিবি পুলিশের ৩ সদস্যকে আটক করে রাখে স্থানীয়রা। 
দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান, ডিবি ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী ও পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী আহত জিয়াউল হক বলেন, রাত পৌনে ১১টার দিকে একটি বেপরোয়া গতির সাদা রঙ্গের মাইক্রোবাস ঈদগাহ মার্কেটের ব্যবসায়ী জিয়াউল হকের মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় আমি লাফিয়ে রাস্তার অপর পাশে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পাই। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউল হককে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বিজ্ঞাপন
মৃত জিয়াউল হকের বড় ভাই বেলাল হোসেন বলেন, তাকে কুমিল্লায় নেয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় লাকসামে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, আমরা খবর শুনে পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনাস্থলে এসেছি। যে ঘটনাটি ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে পুলিশ প্রশাসন তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status