রাজনীতি
'বিএনপির নেতারা কেউ বলতে পারবে না, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে'
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন
বিএনপির নেতারা কেউ বলতে পারবে না, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশবিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘ দিন ধরে আমরা লক্ষ করছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি-বিদেশি একটি চক্র অপপ্রচার-মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, আমরা বলতে চাই, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন—এটা আমাদের আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস।
তিনি বলেন, 'আমরা এ কথা স্বীকার করেছি যে, অতীতে আমাদের ভুল-ত্রুটি হতে পারে। যে ভুল-ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আওয়ামী লীগের আছে। এটা কিন্তু আমরা স্বীকার করেছি, আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছেন।
Mr. Qader needs medical help.
হেটে এইডা কি কয়, মাইনষে হেতাগোরে ভোট দিলেইনা হেতারা নির্বাচিত। মাইনষতো হেতাগোরে ভোটেই দিছেনা ,তইলে হেতারা কেমনে কয় নির্বাচিত, হেতাগো গায়ের জোর বেশি।
তাপমাত্রা বৃদ্ধির জন্য নয় তিনি বিএনপি এডিকটেড,মিথ্যা ভাষনের রাজপুত্র, জনগণ এখন সেলফি, তলে, তলে, ডামি, আমি,ক্ষমতা, বিনোদন,সংস্কৃতিতো ও খাচ্ছে না... চোখে চোখ রেখে চোরাবালিতে ডুবে যাচ্ছেন..।
একদম সঠিক কথা। আওয়ামীলীগ কেন ষড়যন্ত্র করতে যাবে। এ দায়িত্বে নিয়োজিত অস্ত্রধারী লীগ এবং শপথবদ্ধ রাজনীতিবিদ।
টাঙ্গাইলের ভাদাইমার জোকসের চেয়ে ওকা সাহবের জোকস আরো মজার।
গরমের প্রশান্তি আপনার বাণী। শুধু ভয় নির্বাচনকে, মানুষের ভোটকে। সেই জন্যেই তো সবাইকে জেলে ভরে, ডামি নির্বাচন।
বয়সের কারনে তিনি হয়তো সঠিক কিছু বলতে গিয়া ভুলবাল বলে পেলেছেন।তিনিতো এমনিতে কট্টর রসিক বটে!!
talkative, king of talk
Is it? Ami-Dummy election is not a conspiracy? What a political person !!!!
সহস্রাব্দির সেরা Joke
আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চাদের এবং করব বাসিন্দাদের ও বিদেশি শ্রমিক দের গায়েবি ভোট দেওয়ার সুজগ করে দিয়েছি তার পরে ও আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি-বিদেশি একটি চক্র অপপ্রচার-মিথ্যাচার চালিয়ে যাচ্ছে
আল্লাহ মাপ করেন,বলে টা কি?
রসিক বটে!!
একেবারে নতুন শ্লোগান!! হা হা হা..
Joke of the day
বিবৃতিটা ঠিক সেই রকম কর্কশ!