ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

জাপানের দুই হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১, নিখোঁজ ৭

মানবজমিন ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, সোমবার

প্রশান্ত মহাসাগরে নৈশকালীন মহড়া দেয়ার সময় জাপানের নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এক নৌসেনা নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৭ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কর্মকর্তারা বলেছেন, দুই ইঞ্জিনবিশিষ্ট মিটসুবিশি এসএইচ-৬০কে নামের হেলিকপ্টার টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে আইজু দ্বীপপুঞ্জের কাছে সাবমেরিন বিরোধী প্রশিক্ষণে অংশ নিয়েছিল। কিন্তু আকস্মিক তা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলের কাছ থেকে দুটি ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে রোটর ব্লেডের কিছু অংশ। জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, কী কারণে  হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। তিনি বলেন, সবার আগে আমরা জীবন বাঁচানোর চেষ্টা করছি।

বিজ্ঞাপন
তিনি বলেন, ঘটনাস্থলের কাছে পানি থেকে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি মারা গেছেন। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের রিপোর্ট অনুযায়ী, তোরিশিমা দ্বীপের উপকূলে জাপানের স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১০টা ৩৮ মিনিটের দিকে একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর একমিনিট পর ওই হেলিকপ্টার থেকে জরুরি বার্তা আসে। এর প্রায় ২৫ মিনিট পরে দ্বিতীয় একই রকম একটি হেলিকপ্টার থেকে বার্তা আসে। 
মিটসুবিশি এসএইচ-৬০কে হেলিকপ্টার পরিচালনা করা হয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকে। নৌবাহিনী বলেছে, যেখানে এই দুটি  হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তার আশপাশে কোনো বিমান বা নৌযান ছিল না।

এ ঘটনার সঙ্গে অন্য কোনো দেশ জড়িত নয় বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দাবি করে দীর্ঘদিন যাবৎ তৎপরতা চালিয়ে আসছে চীন। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক গভীর করার চেষ্টা করছে জাপান। তারা প্রতিরক্ষা খাতে ব্যয়ও বৃদ্ধি করছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে ১০ জন আরোহী নিয়ে জাপানের একটি সামরিক হেলিকপ্টার ওকিনাওয়ার দক্ষিণে মিয়াকো দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয়। এতে এর আরোহী সবাই মারা যান।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status