বাংলারজমিন
নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী
নরসিংদী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারনরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার স্টল প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী আলীজান জুটমিলস মাঠে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ শাহজালাল এর সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন (প্রাণিসম্পদ) ডা. আব্দুল্লাহ আল মামুন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহমেদ, নুরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেন, নরসিংদী সদর উপজেলা ডেইরি এসোশিয়েন এর সভাপতি শফিকুল ইসলাম মাসুম, নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্প্রসারন ও ডেইরি উন্নয়ন অফিসার ডা. মানছুরা আক্তার, নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাদিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহম্মদ,নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ কে এম সুলিম আহম্মেদ সজিব, নরসিংদী সদর উপজেলা পাট অফিসার আব্দুর রহিম সিদ্দিক, নরসিংদী সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আওসাফুল ইসলাম প্রমুখ।