বাংলারজমিন
লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারপ্রাণিসম্পদে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামারিরা তাদের গবাদি পশু-পাখি প্রদর্শন করেন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়া ধর মুমু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি হানিফ শেখ, পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বাহালুল কবির খান প্রমুখ।