খেলা
আদালতের রায়
রোনালদোকে পাওনা টাকা ফেরত দিতে হবে জুভেন্টাসের
স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারঅবশেষে নিজের সাবেক ক্লাব জুভেন্টাস থেকে বকেয়া বেতন পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালির একটি আদালত তাকে ৮৩ লাখ পাউন্ড দিতে নির্দেশ দিয়েছে সিরি আ’র ক্লাবটিকে। ২০২০-২১ মৌসুমে কোভিড মহামারীর সময়ে ইতালিতে ফুটবল বন্ধ হয়ে যায়। তখন ক্লাবের থেকে দেরিতে বেতন নিতে রাজি হন রোনালদো। তার দাবি, বেতন বাবদ জুভেন্টাসের কাছে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের বেশি পাওনা ছিল। তবে সেটা দিতে গড়িমসি করছিল জুভেন্টাস। সম্প্রতি এই অভিযোগের রায়ে ক্রীড়ার সর্বোচ্চ আদালত বা ‘দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) বলেছে, কর এবং অন্যান্য ফি কাটার পর রোনালদো যা অর্থ পাবেন, তা ক্লাবের দিতে হবে। জুভেন্টাস এক বিবৃতিতে জানায়, আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে তারা। রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। ৩ বছর সেখানে ছিলেন তিন। এ সময় দলটির দুটি সিরি’আ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। জুভেন্টাসের হয়ে ৮১ ম্যাচে ৯৮ গোল করেন পাঁচবারের ব্যালন ডি’র জয়ী এই তারকা।