খেলা
অঘোষিত ফাইনালের আগে মোহামেডানের ‘নাটক’
স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারশেষ দিনের দুটি ম্যাচের মধ্যে লুকিয়ে আছে প্রিমিয়ার ডিভিশন হকি লীগের ভাগ্য। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকালের ম্যাচে মেরিনার্স খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে এবং সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের শেষ ম্যাচের ফলই নির্ধারণ করে দেবে কাদের হাতে উঠবে এবারের লীগ শিরোপা। শেষ ম্যাচের আগে একদম কাছাকাছি দাঁড়িয়ে শিরোপাপ্রত্যাশী তিন দল। সুপার লীগের চারটি করে ম্যাচ শেষ করা মোহামেডানের পয়েন্ট ৩৫, আবাহনীর ৩৪। মেরিনার্সও ৩৪ পয়েন্ট নিয়ে আবাহনীর সমান্তরালে। মোহামেডান এক পয়েন্টে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ আছে অন্য দুই দলেরও। ৩৪ পয়েন্টে থাকা মেরিনার্সের লীগ শেষে ঝুলিতে ৩৭ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কারণ, শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল পুলিশ। তবে শেষ ম্যাচের আগে খেলার চেয়ে মাঠের বাইরে নজর মোহামেডানের। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞার ইস্যুতে লীগ বর্জনের হুমকি দিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্লাবটি। টানা তিন হলুদ কার্ডে আবাহনীর বিরুদ্ধে আজ অঘোষিত ফাইনাল খেলতে পারবেন না জিমি। তবে মোহামেডানের দাবি জিমির নিষেধাজ্ঞা পূর্ব পরিকল্পিত। একটি পক্ষকে বাড়তি সুবিধা দিতেই জিমিকে পরিকল্পিতভাবে নিষিদ্ধ করেছে ফেডারেশন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আগের দিন ফেডারেশনে চিঠি দিয়েছে মোহামেডান। কাল সংবাদ সম্মেলনে ক্লাবের হকি কর্মকর্তা সারওয়ার হোসেন বলেন, ‘এবারের লীগে আমাদের সঙ্গে নানাভাবে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। বিভিন্ন সময় আমাদের বিপক্ষে রায় হচ্ছে। নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আমাদের দল।’ ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের একজন খেলোয়াড় মাঠে পড়েছিল। আম্পায়ারের সেই খেলোয়াড়ের সম্মতি নিয়ে চিকিৎসক ডেকে পাঠানোর নিয়ম। সেটা না মেনেই তিনি চিকিৎসক ডাকেন। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমাদের অধিনায়ক জিমিকে হলুদ কার্ড দিয়ে বের করে দেন। একটা ছোট ঘটনায় তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে। এরপর ফেডারেশন আমাদের জানিয়েছে যে জিমি খেলতে পারবে না। নিয়ম হলো দ্বিতীয় হলুদ কার্ডের পর সতর্কীকরণ চিঠি দিয়ে লীগ কমিটি জানাবে। সেটা তারা জানায়নি। অথচ তিন কার্ডের পর তারা জানায় জিমি খেলতে পারবে না। এর পেছনে আমরা অন্যরকম কিছু রহস্য পাচ্ছি। মোহামেডান যাতে শিরোপা না পায় সেই ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘জিমির বিষয়টি নিয়ে ফেডারেশনকে আবারও আজ চিঠি দিয়েছি বাইলজের ধারা উল্লেখ করে। এ ব্যাপারে সমাধান না পেলে হয়তো আমরা খেলবো না। দল অনুশীলনের মধ্যে আছে। ফেডারেশনের জবাব পাওয়ার পর আমরা খেলবো কী খেলবো না, সেটা ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।’ মোহামেডান দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমি নিজেও ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তবে ফেডারেশন আমাদের কারও কথাই শোনে না। ফেডারেশন চলছে একজনের কথায়। এভাবে চললে, আমাদের ক্লাব সভাপতি বলেছেন, ফেডারেশন থেকে সবাইকে পদত্যাগ করতে।’ এসব আমলে না নিয়ে খেলার দিকে নজর আবাহনীর। মোহামেডানের বিপক্ষে অঘোষিত ফাইনাল নিয়ে আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ পান্ডে বলেন, ‘এটা আমাদের জন্য অলিখিত ফাইনাল। ছেলেরা প্রস্তুত আছে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে। দলের অবস্থা আগের চেয়ে ভালো। মানসিক দিক থেকেই ভালো অবস্থানে আছে। মোহামেডানকে হারিয়েই শিরোপা উৎসব করবো।’