বাংলারজমিন
হাটহাজারীতে ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবারচট্টগ্রামের হাটহাজারীতে মো. মামুনুর রশিদ মামুন (৩২) নামের এক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মেখল ইউনিয়নের স্লুইস গেট থেকে ওয়াপদাগামী পাকা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মেখল ইউপির ৩ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মামুন ইউনিয়ন পরিষদের কাজকর্ম শেষে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তিনি মেখল ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আব্দুল মোমিন ও তার বাহিনী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে ও তাকে মেরে রক্তাক্ত জখম করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানান কর্তব্যরত চিকিৎসক। ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী বলেন, ইছাপুর বাজার ইজারাকে কেন্দ্র করে ইউপি সদস্য মামুনুর রশিদ মামুনের ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ইউপি সদস্য মামুন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে মুবিন তার বাহিনী নিয়ে আক্রমণ করে। ঘটনায় জড়িত আব্দুল মোমিন, মো. জসিম, মো. রহিম, মো. নেজাম, মো. নজরুল, মো. আব্দুল মজিদ সহ আরও ৭-৮ জন অজ্ঞাত পরিচয় নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছি। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. এমরান হোসাইন জানান, ঘটনার তদন্ত চলছে। যতদূর জানলাম আসামিদের ব্যাকগ্রাউন্ড ভালো না। প্রযুক্তিগত সহায়তা নিয়ে আসামিদের গ্রেফতার করা হবে। হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মেখল ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।