ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে: ইসি আলমগীর

নরসিংদী প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৯ অপরাহ্ন

mzamin

উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করবে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এখানে কে কার আত্মীয় বা আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর তিনি এ বলেন। নরসিংদীর বিভিন্ন উপজেলায় কোথাও কোথাও একই দলের প্রার্থী থাকার ফলে দু'দলের মধ্যে যে সাংঘর্ষিক হওয়ায় আশংকা করছে, তাতে যে কোনো সময় প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তা কীভাবে সমাধান হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি । ১৮ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের  সাথে মতবিনিময় সভা হয়। ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম । সভায় নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর । নির্বাচন কমিশনার আরও জানান, আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ।

বিজ্ঞাপন
জাতীয় নির্বাচন থেকে আরও ভাল নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এজন্য যা যা করা দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ করেন ইসি। 
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী, সি: সহকারী জাজ নির্বাচন অনুসন্ধান অফিসার রওশন জাহান, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো: গোলাম মুত্তাকিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিজান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব, উপ-পরিচালক ডিজিএফআই ঢাকা নরসিংদী দায়িত্ব আক্তারুল আলম উদয়, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ, রায়পুরা থানা সি: এস পি সার্কেল আফসানুল আলম, বেলাব থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান, নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী মো: নুর-ই-ইলহাম  সহ  জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‌্যাব ও জেলার ৬ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status