ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মিঠাপুকুরে অভাবের তাড়ণায় গলা কেটে আত্মহত্যার চেষ্টা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

রংপুরের মিঠাপুকুরে অভাব অনটনের জ্বালা সইতে না পেরে নিজের গলায় নিজে ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রবিউল ইসলাম (৩২) নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে এখনো তার উন্নত চিকিৎসা সম্ভব হয়নি বলে জানান হাসপাতালে থাকা স্বজনরা।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রানীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
হাসপাতালে ভর্তি যুবক একই গ্রামের দিনমজুর আব্দুল আজিজের ছেলে। প্রতিবেশীরা জানান, রবিউল ইসলাম জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার কোমরের নিচের অংশ থেকে দুটি পা অচল। রবিউলের পিতা-মাতা বয়সের ভারে নুয়ে পড়েছে। তারাও নানাবিধ রোগশোকে চলাচলে অক্ষম। তার উপর প্রতিবন্ধী রবিউল অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। অন্যদিকে শারীরিক জটিলতায় তাকে চিকিৎসার উপর বাঁচতে হয়। রবিউল পারিবারিক অভাব অনাটন সইতে না পেরে ব্লেড দিয়ে নিজের গলা নিজে কাটার চেষ্টা করেন।

বিজ্ঞাপন
এ সময় তাকে বাঁচাতে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সে জানায়, তাকে কেউ বাঁচাতে আসলে সে নিজের গলা কেটে ফেলে আত্মহত্যা করবে। পরে ভয়ে আর কেউ তার কাছে যায়নি। কিন্তু দূর থেকে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে তার গলার শ্বাসনালীর অনেকাংশ কেটে যায়। পরে প্রতিবেশী ভাগিনা রাজু আহম্মেদ এবং গ্রাম পুলিশ সদস্য তাকে উদ্ধার করে ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। 
প্রতিবেশী ভাগিনা রাজু আহম্মেদ বলেন, প্রতিবেশীদের কাছে চাঁদা তুলে রবিউলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু রোগীর কাছে অবস্থান করার মতো কেউ নেই। এখনো অনেক চিকিৎসা দরকার। প্রতিবন্ধীরা যে অসহায় তা বুঝতে পারলাম। তিনি সমাজের দানশীল ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ বিষয়ে রানীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, গ্রাম পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি অভাব অনটনে পড়ে ওই যুবক গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দেখি কতদূর কি করা যায়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status