রাজনীতি
পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন
যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৫ অপরাহ্ন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে?
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন রাখেন। যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটাই যে সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না। ২৫ ধাপ পিছিয়েছে? আমি রাষ্ট্রদূতকে (মার্কিন) জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। সেটার জবাব আগে দিন।
বিএনপি বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটির কী জবাব দেবো। তারা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে গেলো, গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো, এ গণআন্দোলন তো অন্তঃসারশূন্য।
Unader deshe to manush at least vote dey ar apnar deshe koto % vote dey
যুক্তরাষ্ট্রে কত ধাপ পিছিয়েছে দেখিয়ে নিজেদের ভূমিধ্বস পতন জায়েজ করা যায় না।
Wow! OK has really been emboldened by India after the Dummy Election.
আদালত এর কারণ দর্শানো নোটিশ ইস্যু করা যেতে পারে??
যুক্ত রাষ্ট্র পিছিয়েছে আর আপনারা এগিয়েছেন , কত ধাপ এগিয়েছেন সেটাই জনগণ জানতে চায় ।