ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা। আবহমান বাংলার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

গত রোববার দুপুরে পক্ষ কালব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ। মেলায় ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈচিত্র্যময় কারুপণ্যের সমাহার রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীদের এখানে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। কারুশিল্পীরা তাদের কারুপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন এ মেলায়। এ ছাড়া সোনার তরী লোকজ মঞ্চে ‘পহেলা বৈশাখ সকলের উৎসব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহম্মদ সামাদ।
এদিন সকালে ফাউন্ডেশন চত্বরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে গ্রামবাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান ও লোকজ খেলার মাঠে হাডুডু খেলা প্রদর্শন করা হয়।

এ ছাড়া মেলায় লোক ও কারুশিল্প চর্চা চত্বর উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন
এ চর্চা কেন্দ্রে দক্ষ কারুশিল্পীরা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের কারুশিল্প প্রশিক্ষণ দিবেন। কারুশিল্প চর্চা চত্বরের সম্মুখে ঐতিহ্যবাহী পালকি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যাতে তরুণ-তরুণীরা পালকি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ১৫ দিনব্যাপী এ বৈশাখী মেলায় দেশের হারিয়ে যাওয়া লোকজ খেলাধুলা, লোকজ জীবন প্রদর্শনী ও পালকির গান, কিচ্ছা গান, ভাটিয়ালি গান, জারি, সারি গান, লালন ও হাসান রাজার গান পরিবেশন করা হবে। মেলার বিশেষ আকর্ষণ ছিল হালখাতার আয়োজন। এ হালখাতায় ফাউন্ডেশনের কারুপল্লীর শিল্পীরা তাদের বকেয়া স্টল ভাড়া পরিশোধ করেন। পরে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

অন্যদিকে পহেলা বৈশাখ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভট্টপুর বটমূলে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া ঐতিহ্যবাহী শতবর্ষী বৌ মেলা, মঙ্গলের গাঁও বটতলার মেলাসহ বিভিন্ন স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ উৎসব পালন করে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status