ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শালায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গরিব, অসহায় ও হতদরিদ্রের ভিজিএফ’র চাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগ এনে উপজেলার আটগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে শাল্লাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় শাল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, ঈদের আগে গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের নির্দেশনা থাকলেও প্রধানমন্ত্রীর দেয়া এসব চাল গরিবদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ ও লুটপাট করে নিয়ে যায় ইউপি সদস্য কামরুজ্জামান। এসব চালের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সরজমিন উপস্থিত থেকেও চাল লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়। চাল লুটপাটের ঘটনা ৯ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। এমনকি চাল লুটপাটের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বক্তারা আরও বলেন, প্রতি বছরই আটগাঁও ইউনিয়নের চাল লুটপাটের ঘটনা ঘটে। এগুলো ধামাচাপা দেয়ার ফলেই অসহায় মানুষরা ভিজিএফের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। 
শুধু তাই নয় অভিযোগ উঠেছে ইউপি সদস্য কামরুজ্জামান স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ছত্রছায়ায় থেকে প্রভাব কাটিয়ে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন। টাকা না দেয়ায় মাতৃত্বকালীন ভাতা আটকে দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতিমধ্যে গোয়ালঘরকে মক্তব দেখিয়ে এমপি বরাদ্দের একটি বরাদ্দ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন
এবং সেসবের সত্যতাও পেয়েছে উপজেলা প্রশাসন। এবং তার এই অনৈতিক কর্মকাণ্ড নিয়ে একাধিক পত্রিকায় সংবাদও প্রকাশ হয়েছে। ইউপি সদস্য কামরুজ্জামানের একক আধিপত্যের কারণে তার এলাকায় প্রতিদিনই মারামারি, ঝগড়াঝাটির ঘটনার খবরও পাওয়া গেছে। তবে এসব থেকেও পরিত্রাণ পাওয়ার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মারুফ মিয়া, সাজ্জাদ নুর, ইজাজুল মিয়া, মাসুম মিয়া, শাকিল মিয়া, সাজু মিয়া ও তাওরিদ মিয়া প্রমুখ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status