ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঝুঁকিপূর্ণ ঈদ আনন্দ

কিশোর চালকের কোলে শিশু যাত্রী

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের সর্বত্রই মেতে ওঠে এক শ্রেণির তরুণ, কিশোর ও শিশুর ঝুঁকিপূর্ণ ঈদ আনন্দ। চালকসহ তিনজন ধারণক্ষমতা সম্পন্ন ব্যাটারিচালিত অটোরিকশায় তারা গিজগিজি করে ৭/৯/১০ জন চড়ছে। কারও নড়ার সুযোগ নেই। এই অবস্থার মধ্যেই তারা অটোরিকশায় হেলেদুলে নাচে আর নানা অঙ্গভঙ্গি করে। যেকোনো জাতীয় বা ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসেও তারা এমন আনন্দে ব্যস্ত থাকে দীর্ঘ সময়। গত বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সরাইল সদরের সর্বত্রই চোখে পড়ে এমন দৃশ্য। এতে করে মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এসব বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচনা হলেও স্থানীয় অভিভাবকদের যেন কোনো অনুভূতিই নেই।

সরজমিন দেখা যায়, গত বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন বাদ জোহর সরাইল সদরের প্রধান সড়কে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। ওইসব রিকশার সর্বোচ্চ ধারণক্ষমতা হচ্ছে চালকসহ তিনজন। একটি অটোরিকশাচালক কিশোর।

বিজ্ঞাপন
তার কোলে বসা এক শিশু যাত্রী। শিশুটির জন্য চালক সামনের দিকে ভালোভাবে দেখতে পারছে না। তারপরও আন্দাজের ওপর চালিয়ে যাচ্ছে। পেছনে দুইজনের সিটে বিভিন্ন কায়দায় ও ভাব ধরে বসেছে আরও ৯ জন শিশু কিশোর যাত্রী। খুবই গিজগিজি ঠাসাঠাসি। তারপরও তারা হাততালি দিচ্ছে। নাচার চেষ্টা করছে। হাত-পা নেড়ে নানা অঙ্গভঙ্গি করছে। দেখে মনে হচ্ছে চালক কুলিয়ে উঠতে পারছেন না। যেকোনো সময় রিকশাটি কাত হয়ে পড়ে যেতে পারে। অথবা চালক অন্য কোনো গাড়িতে মেরে দিতে পারেন। মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘটতে পারে প্রাণহানি ও হতাহতের ঘটনা। অন্নদা স্কুলের মোড়ে দেখা যায় আরেকটি অটোরিকশা চলমান অবস্থায় ডানে বামে হেলে যাচ্ছে। আর রিকশাটিতে আনন্দ- উৎসবে মাতোয়ারা চালকসহ ৭ শিশু-কিশোর। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশু চালক আইনগত ভাবে অবশ্যই বর্জনীয়। আর ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয়ার দায়ভার চালক ও যাত্রী উভয়ের ওপর বর্তায়। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের অভিভাবকরা এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো অসচেতন। 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status