ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ধরলা ব্রিজ ও নদী রক্ষা বাঁধে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

কুড়িগ্রামে ভালো কোনো বিনোদন স্পট না থাকায় প্রতি বছরই ঈদে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে ধরলা ব্রিজসহ আশেপাশের নদী রক্ষা বাঁধে। সেদিন ব্রিজ পার হতে তীব্র যানজটের শিকার হয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষকে। তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে ধরলা ব্রিজে চালু করা হয় ওয়ান ওয়ে ও সচেতনতামূলক মাইকিং। ফলে তীব্র যানজট থেকে মুক্তি পায় এবারে ঘুরতে আসা দর্শনার্থীরা। গত বৃহস্পতিবার ঈদের দিন দেখা গেছে, ঈদ উপলক্ষে কুড়িগ্রাম ধরলা ব্রিজ এলাকায় জেলার বিভিন্ন এলাকা থেকে বেড়াতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। ঈদের দিন উপচে পড়া ভিড় জমে দর্শনার্থীদের। এ ভিড় চলে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পর্যন্ত। নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্রিজের উপর ওয়ানওয়ে চালু করে জেলা ট্রাফিক বিভাগ। এ ছাড়াও সচেতনতামূলক মাইকিং করা হয়। কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) বানিউল আনাম বলেন, প্রতিবছর ঈদের ধরলা ব্রিজ এলাকায় যানজট সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
এবার যানজটের কথা চিন্তা করে ব্রিজের উপর ওয়ান ওয়ে ও সচেতনতামূলক মাইকিং করেছি আমরা। ফলে এবার যানজটের কবলে পড়েনি মানুষ। আমরা ঈদকে ঘিরে সকাল ১০টা থেকে ধরলা ব্রিজের দু-পাড়ে দায়িত্ব পালন করছি। মানুষ যাতে কষ্টে না পড়ে।
ঈদের দিন কুড়িগ্রাম ধরলা ব্রিজে ঘুরতে আসা নাগেশ্বরী উপজেলার একরামুল হক বলেন, আমি পরিবার নিয়ে ঘুরতে এসেছি ধরলা ব্রিজে। কুড়িগ্রামে কোনো বিনোদন পার্ক না থাকায় সবাই ধরলা নদী ও ব্রিজে ঘুরতে আসে। অনেক দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন কিন্তু এবারে কোনো যানজট নেই। এবার এখানে পরিবেশটা অনেক সুন্দর। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন বাজার সংলগ্ন আতাউর রহমান বলেন, ঈদের দিন করে ধরলা ব্রিজ পাড় হতে জ্যামে পড়তে হয়। এখানে সবাই ঘুরতে আসে অনেককে ব্রিজ পার হতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এবার ব্রিজের উপর ওয়ানওয়ে চালু করার কারণে যানজটে পড়তে হয়নি। 
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে রমজান মাস থেকেই শহরে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। ঈদকে ঘিরে দর্শনার্থীরা ধরলা ব্রিজে বেড়াতে আসেন। যানজট নিরসনে আমরা ব্রিজের ওপর ওয়ানওয়ে ও সচেতনতামূলক মাইকিং করেছি। ফলে এ বছর ধরলা ব্রিজ এলাকায় যানজটের সৃষ্টি হয়নি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status