ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রংপুরে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

জাভেদ ইকবাল, রংপুর থেকে
১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

ঈদ আর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এ দুই উৎসবকে ঘিরে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বৃদ্ধ, শিশু, মহিলাসহ সব ধরণের মানুষের ঢলে তিল ধরণের ঠাই ছিল না। অবশ্য এই দুই উৎসবকে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোও নবসাজে সজ্জিত ছিল। ঈদের দিন বিকেল থেকে শুরু করে গতকাল পর্যন্ত একটু বিনোদনের খোঁজে মানুষজন রংপুর চিড়িয়াখানা, চিকলী ওয়াটার পার্ক, সুরভী উদ্যান, প্রয়াস, ভিন্নজগত, মিঠাপুকুর ইকো পার্ক, পীরগঞ্জের আনন্দনরগর, রূপকথা থিম পার্ক, আলিবাবা থিম পার্ক, টাউন হল চত্ত্বরসহ সর্বত্রই ছিল বিনোদন প্রেমিদের ঢল। রংপুর চিড়িয়াখানায় সন্তানকে নিয়ে ঘুরতে আসা সুমন-টুকটুকি দম্পতি বলেন, কাজকর্ম, ঘর-সংসার নিয়ে সারাবছর ব্যস্ততা লেগেই থাকে। তাই শত সমস্যা ও প্রতিকূলতার মাঝেও  ঈদ ও বৈশাখকে ঘিরে একটু বিনোদনের খোঁজে এসেছি। স্কুল জীবনের বন্ধুদের সাথে ঘুরতে আসা মাজহারুল ইসলাম লিতুন বলেন, এখন পড়াশোনার চাপ ও বাবার ব্যবসায় সহযোগিতা করার ব্যস্ততায় ঘোরাঘুরি করা ভুলেই গেছি। ঈদ ও বৈশাখে বন্ধুদের সাথে মিঠাপুকুর ইকোপার্কে এসে খুবই আনন্দিত অনুভব করছি। ভিন্নজগতে জনপ্রিয় রাইড ছন্দপতনে উঠে আনন্দিত শিশু সিফাত বলেন, বাবা-মায়ের সাথে অনেক রাইডে উঠেছি।

বিজ্ঞাপন
সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলেছি। চিড়িয়াখানায় বাবা-মায়ের সাথে ঘুরতে আসা শ্রেয়া আহমেদ বলেন, বাঘ, ভাল্লুক, বানর, অজগর দেখেছি। খুব মজা করেছি। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ আম্বার আলী তালুকদার বলেন, ঈদ ও বাংলা নববর্ষকে ঘিরে রংপুর চিড়িয়াখানায় ব্যাপক বিনোদন প্রেমিদের সমাগম হয়েছে। সুন্দর নিরাপত্তা ও তদারকির কারণে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তরুন রিয়াদ, রাসেল, আকাশ, আরমানসহ অন্যান্যরা হাতে গিটার নিয়ে নগরীর টাউন হল চত্ত্বরে গলা ছেড়ে বৈশাখের উৎসবের গান করছেন “তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি! বসন্তকালে তোমায় বলতে পারিনি”। আর তাদেরকে উৎসাহিত করছে অন্যান্য বিন্দোন প্রেমিরা। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status