রাজনীতি
অসুস্থ নেতাদের পাশে আমিনুল হক
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১৫ এপ্রিল ২০২৪, সোমবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ডে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। সোমবার দীর্ঘদিন ধরে অসুস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ চেয়ারম্যানকে দেখতে তার বাড্ডার বাসভবনে যান জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
এসময় আমিনুল হক অসুস্থ নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজ-খবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরআগে সকালে আমিনুল হক অসুস্থ ঢাকা মহানগর উত্তর রামপুরা থানা বিএনপির আহ্বায়ক হেলাল কবির হেলুকে দেখতে রামপুরার বাসভবনে যান। এছাড়া তিনি তেজগাও থানার ২৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক সিদ্দিকুর রহমান এবং শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী লিটনকে দেখতে যান এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।