খেলা
লীগে আবাহনীকে প্রথম হারের স্বাদ দিলো মেরিনার্স
স্পোর্টস রিপোর্টার
৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
প্রায় ৩ বছর পর মাঠে গড়ানো গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগের শুরুটা মোটেও ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংসের। ঊষার কাছে হার দিয়ে লীগ শুরু করে ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন দলটি। মাঝে পুলিশের সঙ্গে ড্র আর মোহামেডানের কাছে হেরে শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পরে মেরিনার্স। তবে শেষ রাউন্ডে আবাহনীকে হারিয়ে আবারও লড়াইয়ে ফিরলো তারা। দশম ম্যাচে এসে লীগে এটি আবাহনীর প্রথম হার। এর আগে কেবল মোহামেডানের কাছে ড্র করে পয়েন্ট খুইয়েছিল বর্তমান রানার্সআপ দলটি। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মেরিনার্সের কাছে ২-১ ব্যবধানে হেরে টেবিলের দুইয়ে নেমে গেছে আকাশী-নীলরা। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারিয়ে ২ ড্র আর ৮ জয়ে শেষদিনে টেবিলের শীর্ষে উঠে পরের পর্ব সুপার সিক্সে উঠলো মোহামেডান। ১০ ম্যাচে ৮ জয় ১ ড্র এবং ১ হারে ঊষার সংগ্রহ আবাহনীর সমান ২৫ পয়েন্ট। তবে গোল গড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় ৩ নম্বরে অবস্থান ঊষার। চার থাকা মেরিনার্সের সংগ্রহ ২২। সুপার সিক্সে উঠা বাকি দুই ক্লাব হলো বাংলাদেশ পুলিশ (১৭) ও আজাক্স স্পোটিং ক্লাব (১৪)। ৫ এপ্রিল শুক্রবার থেকে মাঠে গড়াবে সুপার সিক্সের খেলা। প্রথম দিনেই মাঠে নামবে মোহামেডান-অ্যাজাক্স এবং আবাহনী-পুলিশ।