ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সোহেলের মুক্তির দাবিতে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:৩৫ অপরাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর  দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টায় নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয়  কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইল  মোড় ঘুরে  আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর  দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নোমান বলেন, জেল দিয়ে সাজা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে সরকার বন্ধ করতে পারবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেলকে মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথে গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির  সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  সাদরাজ জামানসহ অর্ধশতাধিক নেতাকর্মী ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status