ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

‘টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিত’

স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অর্থ লেনদেন হয় বলে সম্প্রতি দাবি করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। চলতি মাসের শুরুতে শিল্পী সমিতির সভাপতি পদ থেকে বিদায় নেন এই অভিনেতা। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। এবার বিষয়টি নিয়ে কথা বললেন মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত রোববার মিশা সওদাগর-ডিপজল প্যানেলের পক্ষ থেকে এফডিসি’র শিল্পী সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা। এরপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন ডিপজল। তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা উচিত। যারাই এই কাজ করেছে তাদের উচিত এটা বন্ধ করা। আমাদের মানুষ অসচ্ছল থাকতে পারে, টাকা চাইতে পারে কিন্তু এভাবে না। কিছু টাকায় বিক্রি যারা হন, তারাও এই টাকা কয়দিন খাবেন? তারপর কি করবেন? আমার কথা টাকার দিকে না তাকিয়ে দেখেন সমিতির কিসে ভালো হবে। দেখেন আমার কথা আর জবান মিল আছে কি-না? অবশ্যই আমার জবান মিল আছে। সিনেমাপাড়ায় নির্বাচন না হওয়া কিংবা বন্ধ করে দেয়া হতে পারে এমন গুঞ্জন শোনা যায়! বিষয়টি নিয়ে ডিপজল বলেন, যদি কোর্ট বন্ধ করে সেখানে আমি বলার কেউ না। কিন্তু কেন বন্ধ করবে? মামলা হবে, মামলা হলে উনারা (বিপরীত পরিষদ) এসে চেয়ারে বসবে? এত সহজ না! বসছে তো দুই বছর ফাও, মামলা চলমান সময়েও উনি (নিপুণ) সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন, এটা অবৈধ। কীভাবে বসে? সেই মামলা এখনো চলমান। যদি লজ্জা থাকতো এটা করতো না। মেয়েটা যাই বলেছে উল্টো পেয়েছি, আমি ভালো কিছু পাইনি, আশাও করি না। দোয়া করি সে ভালো থাকুক, সুস্থ থাকুক।    

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status