ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

রমজানে রক্তে শর্করার মাত্রা বেশি কমে গেলে কি করবেন

অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল হাই
২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

ডায়াবেটিস রোগীরা রোজা রাখলে হঠাৎ করেই তাদের কারও কারও রক্তে শর্করার মাত্রা বেশিমাত্রায় কমে যেতে পারে, যাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। 
রক্তে চিনির মাত্রা খুব কমে গেলে অনেক সময় মানুষ অচেতন বা অজ্ঞান হয়ে পড়তে পারেন।
রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণ কী?
# অত্যধিক ইনসুলিন গ্রহণ
# শারীরিক কার্যকলাপের পরিমাণ ও সময়
# খাবারে কতোটা ফ্যাট, প্রোটিন ও ফাইবার আছে
# গরম ও আর্দ্র আবহাওয়া
# খাওয়া, ঘুম ইত্যাদির সময়সূচি পরিবর্তন
# ঋতুস্রাব 

রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ কী কী?
# অস্থিরতা
# মাথা ঘোরা
# ঘাম
# ক্ষুধা
# দ্রুত হার্টবিট
# মনোনিবেশ করতে অক্ষমতা
# বিভ্রান্তি
# বিরক্তি
# উদ্বেগ বা নার্ভাসনেস
# মাথাব্যথা

রক্তে শর্করার মাত্রা (হাইপোগ্লাইসেমিয়া) ৭০ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার (এমজি/ডিএল) বা ৩.৯ মিলিমোলস প্রতি লিটার (এমএমওএল/এল) এর নিচে হলেই বুঝতে হবে রক্তের সুগার বিপজ্জনক মাত্রায় নেমে গেছে। এ সময় সতর্ক থাকা জরুরি। দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়াতে তখন গ্লুকোজ বা ফলের রস পান করতে হবে।
রোজা শুরুর অন্তত প্রথম তিনদিন পাঁচ বেলা রক্তে চিনির মাত্রা নিয়মিতভাবে পরিমাপ করা উচিত। রক্তে চিনির মাত্রা অস্বাভাবিক হলে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে হবে। মনে রাখবেন যারা ইনসুলিন গ্রহণ করেন, তারা মোট ইনসুলিনের তিনভাগের দুইভাগ ইফতারের সময় নেবেন এবং তিন ভাগের এক ভাগ সেহরির সময় নেবেন। 
ডায়াবেটিস রোগীরা যদি দেখেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা ৩.৯ এর নিচে নেমে এসেছে, তাহলে আর রোজা রাখা ঠিক হবে না। কারণ হাইপো হয়ে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন বা ক্ষেত্র বিশেষে মৃত্যুও হতে পারে।
তাই রমজান মাসে যাদের রক্তের গ্লুকোজের মাত্রা বেশি উঠানামা করে, তাদেরকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। নিজে নিজে ডাক্তারি করার চেষ্টা না করে যথাসম্ভব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

লেখক: (চর্ম, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ), জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বার-১২, স্টেডিয়াম মার্কেট, সিলেট। ফোন- ০১৭১২২৯১৮৮৭

বিজ্ঞাপন

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status