ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিএনপির ৫১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় ফখরুলের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ৩১ মার্চ ২০২৪, রবিবার, ৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪০ অপরাহ্ন

mzamin

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এই বিবৃতি দেন তিনি। ‘বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রাজিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ ৫১ জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায়, এই বিবৃতি দেন ফখরুল।
তিনি বলেন, ৭ই জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় অনিন্দ্য ইসলাম অমিত ও অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৫১ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও তাদেরকে কারাগারে পাঠানো হলো।

মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান মাসে দেশের মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটকসহ আদালতকে দিয়ে জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারী জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। 

তিনি আরও বলেন, অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামী হওয়া, গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারী নিপীড়নের শিকার হচ্ছেন। ৭ই জানুয়ারির ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশী ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ।
বিএনপি মহাসচিব অনিন্দ্য ইসলাম অমিত এবং অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ ৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।
 

পাঠকের মতামত

আমরা প্রত‍্যান্ত অঞ্চলে বসবাসরত আছি আমরাও দেখে আসতেছি দিনের বেলায় যেমন তেমন রাতের বেলায় বিএনপির অনেকেই হয় পাহাড় না হয় ধান ক্ষেতে রাত যাপন করে আসতেছে একমাত্র মামলার কারনে।

ভিক্ষু শীলানন্দ
১ এপ্রিল ২০২৪, সোমবার, ৮:০৬ পূর্বাহ্ন

ওনাদের সবার উচিৎ একসাথে জেলে ঢুকে বসে থাকা, ছাড়তে চাইলেও বের না হওয়া। কত কর্ম ঘন্টা, টাকা পয়সা যে নষ্ট হয়... জীবন শেষ।

কানন
৩১ মার্চ ২০২৪, রবিবার, ৭:৩৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status