ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

বাবরেই ভরসা রাখলো পিসিবি

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৩১ মার্চ ২০২৪, রবিবার, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৯ অপরাহ্ন

mzamin

আগেই জানা যায়, টি-টোয়েন্টি বিশ^কাপকে সামনে রেখে এই ফরম্যাটে পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন বাবর আজম। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। তবে শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে দলেরও অধিনায়কত্ব ফিরে পেলেন বাবর আজম।  

‘জানি না, কে অধিনায়ক হবে। শাহিন চালিয়ে যাবে, নাকি নতুন কেউ আসবে।’- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভির এই কথার পরই শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব হারানোর শঙ্কা জাগে। গুঞ্জন ওঠে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের অধিনায়ক পাল্টাবে বিসিবি। গুঞ্জন সত্যি হলো। যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব দেয়া হয়েছে বাবরকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল বাবরকে। এরপর জাকা আশরাফের নেতৃত্বাধীন পিসিবি টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেয় পেসার শাহিন শাহ আফ্রিদিকে।

বিজ্ঞাপন
আর টেস্ট দলের অধিনায়ক করা হয় শান মাসুদকে। 

বাবর আজমকে অধিনায়কত্বে ফেরানোর ঘোষণা দিয়ে পিসিবির এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘বাবর আজম পাকিস্তানের সাদা বলের অধিনায়ক নিযুক্ত হলেন। পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর চেয়ারম্যান পিসিবি মহসিন নাকভি বাবরকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করেন।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন দফায় অধিনায়কত্ব শুরু করবেন বাবর। আগামী ১৮ থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত চলবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। পাকিস্তানি গণমাধ্যম জিওনিউজের খবর, পাকিস্তানের চলতি ফিটনেস ট্রেনিং ক্যাম্পে অধিনায়ক হিসেবেই অংশ নেন বাবর। 

শাহিন শাহ আফ্রিদি নেতৃত্বে একটি টি-টোয়েন্টি সিরিজই খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজ গ্রিন ক্যাপরা হারে ৪-১ ব্যবধানে।  শাহিন আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরানোর গুঞ্জনে তার শ্বশুর এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেন, ‘কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেয়া দরকার। আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। (বোর্ডের নেতৃত্বে) যে আসে, সে ভাবে আমি যাই করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।’  

শহীদ আফ্রিদি বলেন, ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাকে নিয়ে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status