ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

'কঙ্গনাকে আপনারা নিজেদের বোন, মেয়ে বলেই ভাবুন, প্রত্যেকে আমার পরিবার'

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪২ অপরাহ্ন

mzamin

টিকিট পেয়েই রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়লেন বলিউড কুইন তথা লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাউত। জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি। শুক্রবার প্রচারে বেরিয়ে কঙ্গনা বলেন, 'সকলের দেখতে পাচ্ছেন আমার সমর্থনে কত মানুষ ভিড় জমিয়েছেন। তারা সকলেই গর্বিত। তারা গর্বিত কারণ তারা জানেন, এই নির্বাচনে মাণ্ডির কন্যা তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এই নির্বাচনে বিজেপির কাছে উন্নয়নই প্রধান ইস্যু। মাণ্ডির মানুষের হৃদয়ে কী রয়েছে তা লোকসভা ভোটের ফলাফলেই প্রকাশ্যে আসবে।'' হুডখোলা গাড়িতে মান্ডির রাজপথে কঙ্গনার মেগা রোড শো ছিল নজরকাড়া। সাদা রঙের পোশাকে কঙ্গনা যেন এক জননেত্রী। কঙ্গনাকে দেখতে উপচে পড়া ভিড় বুঝিয়ে দিল, মান্ডিতে কঙ্গনা ম্যাজিক জাদু দেখাতে  শুরু করেছে। 

রোড শো থেকে জনগণের উদ্দেশ্যে কঙ্গনার বার্তা, 'কঙ্গনাকে আপনারা একজন হিরোইন হিসেবে ভাববেন না। ভাববেন না সে একজন স্টার।

বিজ্ঞাপন
কঙ্গনাকেও আপনারা নিজেদের বোন, মেয়ে বলেই ভাবুন। প্রত্যেকে আমার পরিবার। আমি মান্ডির মেয়ে, মান্ডির হয়েই ভোটে দাঁড়িয়েছি।' এর আগে গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করে বেশ কিছু নির্বাচনী টিপসও নিয়েছেন বলিউড কুইন। নবাগতা কঙ্গনা রানাউতের প্রচারে জে পি নাড্ডার ভোক্যাল টনিক কাজে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলবে তার জন্য ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

প্রসঙ্গত, দিনকয়েক আগে কঙ্গনা রানাওয়াতকে কুমন্তব্য করায় দলের ভর্ৎসনার মুখে পড়েছিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। এবার লোকসভা নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার করা হল সুপ্রিয়া শ্রীনাথের। দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে পারবেন না সুপ্রিয়া।

সূত্র : ডেকান  হেরাল্ড

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status