ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলি হামলা, নিহত ৩৬ সেনা

অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি। সিরিয়ার মানবাধিকার ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেনভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়া। 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোরের আগে হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী। এতে দেশটির সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ জন সেনাসদস্য নিহত হন। তবে স্বাধীনভাবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর জিবরিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার দুই ঘণ্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
হামলার বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে, আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্বে আথ্রিয়ার দিক থেকে বিমান আক্রমণ শুরু করে। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শত্রুদের এই হামলায় বেসামরিক ও সামরিক কর্মীসহ অনেকেই নিহত ও আহত হয়েছে।

বিজ্ঞাপন
তবে তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।
এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি হামলায় ইরানপন্থি ৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরাইল। কিন্তু কখনই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

 

পাঠকের মতামত

রাশিয়া ও ইরান নাকি সিরিয়ার ঘনিষ্ট মিএ। দুটি দেশেরই প্রকাশ্যে বা গোপনে সিরিয়ায় সামরিক ঘাঁটি আছে। আবার রাশিয়ার এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপনাস্রও মোতায়েন আছে সিরিয়ায়।তাহলে ইসরাইলের বিমান হামলাটা কিভাবে সম্ভব হলো? প্রতিনিয় ইসরাইলী হামলায় ইরানের প্রক্সি সৈন্যরা মারা গেলেও ইরান কোন প্রতিরোধ ব্যবস্থা বা পাল্টা কোন হামলা করেনি ইসরাইলের বিরুদ্ধে। কেন? মুলত রাশিয়া ইরান প্রকৃত কোন বন্ধু নয়। যদি এখন আমেরিকা সিরিয়াার বন্ধুহতো তাহলে ইসরাইল এই ধরনের হামলার কোন দুঃশাহস দেখাতোনা অবশ্যই পাল্টা হামলার মুখোমুখি হতেহতো ---++

মোঃ শাহ আলম
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ২:৪৩ অপরাহ্ন

রাশিয়ার সাহায্য ইজরাইল আলেপ্পোতে হামলা করছে।হামলার সময় রাশিয়া এস ৪০০ বন্ধ রাখছে

বাইবাস
২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status