ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

নিজ ঘর দিয়েই গণতন্ত্রের মূল্যায়ন হয়, বিদেশ দিয়ে নয়: যুক্তরাষ্ট্রকে ভারত

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

সকল গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা এবং জননিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে 'সঠিক ভারসাম্য' নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক দেশগুলোকে বিশেষ করে, অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর ক্ষেত্রে এ ধরনের বোঝাপড়া প্রদর্শন করা উচিত।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন সমর্থক শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার বিষয়ে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেনঃ

"সবমিলিয়ে, আমরা নিজেদের ঘরে কী করি, তার ভিত্তিতেই গণতন্ত্রের মূল্যায়ন করা হয়। বিদেশে গিয়ে আমরা কী বললাম, তা দিয়ে গণতন্ত্রের মূল্যায়ন করা হয় না।"

হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়ঃ সাম্প্রতিককালে মার্কিন প্রশাসনের একাধিক বিভাগের রিপোর্টে ভারতের বিষয়ে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মানবাধিকার এবং রাজনৈতিক ইস্যুতে ভারত নিয়ে বেশ কিছু নেতিবাচক রিপোর্ট প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এখন যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে চলমান বিক্ষোভ এবং সেখানকার ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল 'ভারত পরিস্থিতির উপর নজর রাখছে' জানিয়ে উক্ত মন্তব্য করেন।

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এশিয়ার দেশগুলির গণতন্ত্রের পার্থক্য হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দক্ষিণের খোলা হাওয়া, আর আমরা আছি হাঁপানি গণতন্ত্র নিয়ে।

দেশ আমার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৬:০৭ অপরাহ্ন

ভারতের গণতন্ত্র ক্রমে স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে বাংলাদেশে এর কুপ্রভাব পরছে। অবশ্যই পৃথিবির প্রতিটি দেশে গণতন্ত্র কায়েম হওয়া প্রয়োজন কারণ রাষ্ট্র হচ্ছে জনগণনের শাসকের নয়। তাই সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে সুশাসন দূর্বল হয়ে যায় জনগণকে তার মাশুল দিতে হয়।

মিলন আজাদ
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ২:০৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status