বিনোদন
সম্পর্কের কথা স্বীকার
বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবারঅবশেষে আদিত্যর প্রতি প্রেম স্বীকার করে নিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা। যে প্রেমের গুঞ্জন নিয়ে এতদিন হইচই পড়ে গিয়েছিল গোটা বলিউডে। সেই গুঞ্জনে এবার সিলমোহর দিলেন অনন্যা নিজেই। স্পষ্টই জানিয়ে দিলেন, আদিত্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সম্প্রতি নেহা ধুপিয়ার পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন অনন্যা। সেখানেই নানা কথায়, নেহা সোজা আদিত্যর প্রসঙ্গ তোলেন। অনন্যা কিন্তু নেহার প্রশ্নের জবাবও দিয়েছেন স্পষ্ট। অনন্যার কথায়, আদিত্য আমার বন্ধুর চেয়ে অনেক বেশি। বলতে পারি, আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। যাকে ছাড়া আমি ভাবতে পারি না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আমার। সবচেয়ে বড় ব্যাপার সে আমাকে বোঝে। হয়তো ভবিষ্যৎটাও এভাবেই সাজাবো। অনন্যার এই কথাতেই রয়েছে বিয়ের ইঙ্গিত। তবে এখনই বিয়ের তারিখ জানাতে নারাজ চাঙ্কিকন্যা। অনন্যা কিন্তু এমন ইঙ্গিত ‘কফি উইথ করণ’ শোয়েও দিয়েছিলেন। সেই সময় করণ সারার কাছে জানতে চান, এমন কী অনন্যার আছে যা তোমার কাছে নেই? উত্তরে নবাবকন্যা বলেন, নাইট ম্যানেজার। যা কিনা আদিত্য অভিনীত সিরিজ। সারার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এরপরই আবার বলে বসেন, অনন্যা রয় কাপুরের মতো অনুভূতি হচ্ছে। জানা গেছে, অনন্যা ও আদিত্যর পরিবার থেকেও এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য।