বিনোদন
ঈদে ওমর সানীর ‘ডেডবডি’
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
ঈদে আসছে ওমর সানী অভিনীত ভৌতিক সিনেমা ‘ডেডবডি’। এটি পরিচালনা করেছেন এমডি ইকবাল। এরইমধ্যে ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবিতে ওমর সানীকে দেখা যাবে এক তান্ত্রিকের চরিত্রে। এ ধরনের চরিত্রে এর আগে কখনো অভিনয় করেননি তিনি। ওমর সানী বলেন, ইকবাল আমার বন্ধু। তার পরিচালনায় আমি যখন এ চরিত্রটির জন্য প্রস্তাব পাই সঙ্গে সঙ্গে রাজি হই। তবে তখনো ধারণা ছিল না ছবিটি আসলে কেমন হতে চলেছে। তবে ইকবাল যা বানিয়েছে সেটা দেখে আমি মুগ্ধ। এ ধরনের ভৌতিক সিনেমা সত্যিই আগে হয়নি বাংলাদেশে। আমাকেও দর্শক এমন রূপে আগে দেখেনি। এ ছবির শুটিং করতে গিয়েও নানা অভিজ্ঞতা হয়েছে। সাপের কামড়ও খেতে হয়েছে। অনেক মানুষের পরিশ্রম রয়েছে এ সিনেমায়। সেটা দেখলেই দর্শক বুঝবেন। ঈদে অনেক ছবি মুক্তি পাচ্ছে বলে শুনেছি। তবে তার ভেতর এটা বেশ আলাদা গল্পের ও প্রেক্ষাপটের ছবি। সে কারণেই ছবিটি নিয়ে আমি আশাবাদী। এদিকে ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়াও অভিনয় করেছেন রোশান, শ্যামল মাওলা, মিষ্টি জান্নাত ও কলকাতার অন্বেষা প্রমুখ।