ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

সেনেগালে চমক

মানবজমিন ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সরকারবিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। তিনি দেশে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫৪ শতাংশেরও বেশি  ভোট  পেয়েছেন তিনি। রাজধানী ডাকারের আপিল আদালত এ ঘোষণা দিয়েছে। অনলাইন আল জাজিরা আরও বলছে, স্থানীয় সময় বুধবার আদালত জানায়- শতভাগ ভোট গণনা শেষ হয়েছে। এতে ফায়ে  পেয়েছেন ৫৪ শতাংশের বেশি  ভোট। আশা করা হচ্ছে, শিগগিরই সেনেগালের সাংবিধানিক কাউন্সিল এ ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত করবে। নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা ৩৫ শতাংশের  বেশি  ভোট  পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। আর তৃতীয় হয়েছেন আলিয়ু মামাদু। তিনি পেয়েছেন ২ দশমিক ৮ শতাংশ ভোট।

বিজ্ঞাপন
৪৩ বছর বয়সী ফায়ে সেনেগালের রাজনীতিতে নবাগত হিসেবে পরিচিত। তিনি  দেশটির বিক্ষুব্ধ তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। ২৪শে মার্চ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। এর দিন দশেক আগে কারাগার থেকে মুক্ত হন ফায়ে। কারাগার থেকে বেরিয়েই চমক দেখান তিনি। ভোটের ফলাফল জানার পর ফায়ে বলেন, তিনি  সেনেগালে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা  ভেঙে দিতে চান। ইতিমধ্যে ফায়েকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদু বা। অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সাল। তিনি বলেন, এর মধ্যদিয়ে ‘সেনেগালের গণতন্ত্রের বিজয়’ হয়েছে। ২০১২ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন ম্যাকি সাল। তিনি এবারের নির্বাচনে অংশ নেননি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status