বিনোদন
জোভান-সাফাকে নিয়ে গুঞ্জন
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবারফারহান আহমেদ জোভান সম্প্রতি বেশ ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছেন। সেই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হাজির ছিলেন সাফা কবিরও। অথচ এখন শোনা যাচ্ছে তাদের ‘অনন্ত প্রেম’র গুঞ্জন। আসলে সম্প্রতি তারা দু’জনে জুটি বেঁধে শেষ করেছেন ‘অনন্ত প্রেম’-এর শুটিং। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটকটি লিখেছেন ও বানিয়েছেন মহিদুল মহিম। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘অনন্ত প্রেম’ নাটকটি মুক্তি পাচ্ছে আসছে ঈদ উৎসবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।