রাজনীতি
আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা বিপন্ন: চরমোনাই পীর
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩০ অপরাহ্ন
আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা ও দেশ বিপন্ন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বৃহস্পতিবার রাজধানী মিরপুরস্থ ‘মিরপুর কনভেনশন সেন্টারে’ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, দেশবিরোধী সকল আধিপত্যবাদী শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। দেশ স্বাধীন হয়েছে দিল্লির গোলামির জন্য নয়, মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা ও দেশ বিপন্ন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নওগাঁ সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ আল আমীন নামের এক যুবককে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ভারত। প্রতিনিয়ত সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশিদের পাখির মত গুলি করে হত্যা করেই যাচ্ছে। কিন্তু ভারতের পদলেহি সরকার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। বরং সরকারের শীর্ষ নেতারা ভারত বন্দনায় ব্যস্ত।
তিনি আরও বলেন, ফিলিস্তিনির গাজায় ইসরায়েলি গণহত্যা চালিয়ে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায় এটা বিশ্বাবাসীকে বুঝতে হবে। গণহত্যার অভিযোগ জাতিসংঘে গেলেও জাতিসংঘের পক্ষ থেকে এখনো কেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বলা হয়নি।
চরমোনাই পীর বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার ভুলুণ্ঠিত করে আওয়ামী লীগ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এখনো বাংলার মানুষ প্রকৃত অর্থে পরাধীন ও শোষণ বৈষম্যের শিকার। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ ও বিজয় অর্জিত হয়েছিল, আওয়ামী লীগ সেই সব অর্জনকে ধ্বংস করেছে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ড. রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
আসুন, আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করি - > ইন্ডিয়ান কোন জিনিস/পণ্য কিনবোনা > ইন্ডিয়ায় যাবোনা