ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শিবচরে ক্লিনিকে অপচিকিৎসার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

(১ মাস আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪৮ অপরাহ্ন

mzamin

শিবচরে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যু ও রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৫ মার্চ) বিকেলে শিবচর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পৌর এলাকার মা ও শিশু (প্রাঃ) প্রাইভেট হাসপাতাল নামের ওই ক্লিনিকটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ক্লিনিকটিতে এর আগেও (৮ই জানুয়ারি) ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়। সিজার করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে এ ঘটনা ঘটে। এর মাস খানেকের মধ্যেই গত রোববার (২৪ মার্চ) আবারও অপচিকিৎসার ঘটনা ঘটে। রোগীর অবস্থা গুরুতর হলে তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ ওই রোগীকে ঢাকা প্রেরণ করে। তবে নবজাতকের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, গ্রামের দরিদ্র সহজ-সরল পরিবারকে কম টাকায় সিজার করে দেয়ার প্রলোভন দেখিয়ে ক্লিনিকটিতে নিয়ে আসা হয়। পরে অদক্ষ চিকিৎসক দিয়ে সিজার করানো হয়। ক্লিনিকটিতে নার্সসহ দক্ষ জনবল নেই বলেও অভিযোগ উঠেছে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তারা বলেন, 'মা ও শিশু (প্রাঃ) হাসপাতালটির বিরুদ্ধে অনেকদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। রোগী এবং নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটছে এখানে।

বিজ্ঞাপন
তাছাড়া স্বেচ্ছায় রক্তদাতারা জরুরী প্রয়োজনে  ওই ক্লিনিকে ভর্তি কোন রোগীকে রক্ত দিলে পরবর্তীতে রোগীর কাছ থেকে রক্তের টাকাও রেখে দেয় বলে আমার জানতে পেরেছি। অথচ আমাদের রক্তদাতারা স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত দিয়ে  থাকে। আমরা ক্লিনিকটির অপকর্ম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলার বরহামগঞ্জ ও বায়তুল মামুর সিনিয়র মাদ্রাসাসহ সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত 'ট্রাস্ট অফ হিউম্যানিটি' ও 'স্বেচ্ছায় রক্তদানে শিবচর' নামের সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে এ প্রতিবাদ জানায়।
এদিকে রোববার রাতে নবজাতকের মৃত্যু ও রোগীর সংকটাপন্ন অবস্থার বিষয়ে ক্লিনিকটির মালিক শারমিন আক্তার জানান, রোগীর প্রেসার কমে যেতে থাকলে তাকে আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করি। এবং রোগীদের কাছে সুস্থ্য নবজাতক দিয়েছিলাম। তবে ঢাকা যাওয়ার সময় নবজাতক মারা যায় বলে জানতে পারি। আমাদের এখানে মারা যায়নি। এদিকে রোগী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তাদের পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status