ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রাজশাহী ও কুমিল্লায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৮ এপ্রিল ২০২৪, রবিবার

রাজশাহীর মোহনপুরে পুকুরে ডুবে রজব আলী (৫) ও কেয়া খাতুন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রজব রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে ও কেয়া খাতুন নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। কেয়া তার তার খালাতো বোন এবং সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, তারা দুজন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেওয়া সরকারি পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। এরপরও বেঁচে আছে ভেবে স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন। ওসি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়।

বিজ্ঞাপন
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কুমিল্লার দেবিদ্বারে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিজ নিজ এলাকায় শোকের মাতম চলছে। এরমধ্যে পৌর এলাকার বিজলীবাঞ্জার গ্রামের রংমিস্ত্রি অলিউল্লাহর এক মাত্র কন্যা রাইসা (৭)। সে স্থানীয় বিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। নিহত শিশুর কাকা মো. ফারুক মিয়া জানান, তার ভাতিজি রাইসা বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এক সময় তার সঙ্গের বন্ধুরা সবাই বাড়ি ফিরলেও রাইসা বাড়ি ফিরেনি। পরে প্রতিবেশী রফিকুল ইসলাম ভূঁইয়া পুকুর পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। সংবাদ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিস্ট্যান্ট ডা. মোজাম্মেল হোসেন জানান, শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরাম্পর গ্রামের বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে ৩ বছরের এক শিশুকে তার স্বজনরা হাসপাতালে আসে। এখানে শিশুটির মৃত্যু নিশ্চিত জেনে স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারে নাম ঠিকানা না দিয়েই স্বজনরা শিশুর লাশ নিয়ে বাড়ি চলে যায়। অপর ঘটনাটি ঘটে শনিবার বিকাল সাড়ে ৪টায় একই উপজেলার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে। বিকালে শিশুটির মা পুকুরে গোসল করতে যান, শিশু সালমা অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। শিশুর মা ঘরে এসে শিশুটিকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরে দেড় বছরের শিশু সালমাকে পানিতে ভাসতে দেখে।   সেখান থেকে স্থানীয়রা তাকে বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সালমা বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সরজমিন সিংগাইর/ ‘এমন ভোট জীবনেও দেই নাই’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status