ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নিজের ভোটটাও পেলেন না চেয়ারম্যান প্রার্থী

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদে শাহ্ জাহাঙ্গীর কবীর নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। তার ভোটকেন্দ্র আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে তিনি শূন্য ভোট পেয়েছেন। অর্থাৎ নিজের ভোটটিও তার বাক্সে পড়েনি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে এ বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ। তবে শাহ্ জাহাঙ্গীর কবীর তার পক্ষে কোনো প্রচারণা, গণসংযোগ ও মাইকিং করেননি। এমনকি ভোটকেন্দ্রে তার কোনো পোস্টারও ছিল না।  ভোটারদের মধ্যে অনেকেই তাকে চেনেন না। অনেকে বলছেন, তিনি শুধু নামেই প্রার্থী হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
এর মধ্যে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন অংশ নেন। এরমধ্যে চশমা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান ৪৫ হাজার ৫৩৮ ভোট ও কলস প্রতীকের প্রার্থী মোছা. রুনা আক্তার ৩৫ হাজার ৭২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রার্থী শাহ্ জাহাঙ্গীর কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ভোট তিনি অন্য আরেক প্রতীকে দিয়েছেন। ব্যালটে তার প্রতীক থাকলেও তিনি তার পক্ষে কোনো প্রচারণা ও গণসংযোগ করেননি। কারও কাছে ভোটও চাননি।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status