রাজনীতি
সিন্ডিকেটের কারণেই পণ্যের দাম বেড়েছে: আমিনুল
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ৭:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৫০ অপরাহ্ন

সরকার দলীয় লোকদের সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। বুধবার রাজধানীর হাতিরঝিল থানাধীন ২২, ৩৫, ৩৬নং ওয়ার্ড এবং শিল্পাঞ্চল থানাধীন ২৫নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, সামনে ঈদ। কিন্তু মানুষের মনে কোন আনন্দ নেই। সরকার দলীয় লোকদের সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষ তার অল্প আয়ে বেশী দামে পণ্য ক্রয় করছে। এতে তাদের জীবন-যাপন কঠিন হয়ে পড়ছে। দেশের মানুষ তাদের (সরকার) হাতে জিম্মি হয়ে পড়েছে। দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫২ বছর পর আজও আমাদের বাক-স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। দেশ চরম অর্থনৈতিক সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন আমিনুল।
বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এসব ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতিরা সভাপতিত্ব করেন।