খেলা
মেসিকে ছাড়াই বড় জয় আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নেই লিওনেল মেসি। তবে নিজেদের সেরা তারকার অভাববোধ হতে দেননি এনজো-লো সেলসোরা। আজ ভোরে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তেরা।
আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকার নতুন আসর। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সারছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম অঘোষিত প্রস্তুতি ম্যাচের ১৬তম মিনিটেই লিড নেয় লিওনেল স্কালোনির দল। বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ৪২তম মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। আর ৫২তম মিনিটে আরেক মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোর নৈপুণ্যে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। অনুমিতভাবেই ম্যাচে এল সালভাদরকে পাত্তা দেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ৮০ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে মাত্র ২০ শতাংশ বল দখলে রাখা এল সালভাদর ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।
চলতি মাসে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭শে মার্চ সকালে লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি আলবিসেলস্তেরা। চোটাক্রান্ত মেসিকে সেই ম্যাচেও পাবে না আর্জেন্টিনা।