বাংলারজমিন
‘আরও দু’-একটা পদ্মা ব্রিজ করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে’
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২ জুলাই ২০২২, শনিবার
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও ভিশনারি লিডারশিপে দেশ অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। আমরা নিজস্ব অর্থে পদ্মা ব্রিজ করেছি। এ রকম আরও দু-একটা পদ্মা ব্রিজ করার ক্ষমতা বাংলাদেশের রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেজন্য সবার আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। গতকাল বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশলাইনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাতে হাত রেখে জাতিগত ঐক্য নিয়ে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাতে দারিদ্র নিশ্চিহ্ন করতে পারি। বঙ্গবন্ধুর স্বাধীনতার পেছনের যে দর্শন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হতে পারবো। পুলিশ সেই লক্ষ্যে কাজ করবে। ড. বেনজীর আহমেদ বলেন, জনগণের প্রথম ও শেষ ভরসাস্থল হতে চায় পুলিশ। পুলিশের সকল পর্যায়ের সকল সদস্যকে দেশের জন্য কাজ করতে হবে। সর্বোচ্চ আত্মত্যাগ ও নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সভায় আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন অতিথিরা।