অনলাইন
আগুনে নিহত দরিদ্র পরিবার ও আহতদের ১০ লাখ টাকা সহায়তা দেবে 'লাভ শেয়ার বিডি'
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ৪ মার্চ ২০২৪, সোমবার, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৭ অপরাহ্ন

সম্প্রতি রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত দরিদ্র পরিবারের প্রতি সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক মানবাধিকার এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'লাভ শেয়ার বিডি'।
স্থানীয় সময় ২ মার্চ এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়ে 'লাভ শেয়ার বিডি'র সভাপতি জাকির চৌধুরী বলেনঃ
গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের আগুনে পুড়ে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু, ২৫ জন দগ্ধ হওয়ার ঘটনায় লাভ শেয়ার বিডি গভীর শোক প্রকাশ করছে। আমরা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রবাসী বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত লাভ শেয়ার বিডি ১৯৯০ সাল থেকে মানবাধিকার রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে। ঢাকার বেইলি রোড ট্রাজিডির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনার পাশাপাশি আমরা নিহত দরিদ্র পরিবারের প্রতি সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা করছি। আমাদের বাংলাদেশের প্রতিনিধিরা নিহতদের গ্রামের বাড়িতে এবং হাসপাতালে সহায়তার অর্থ পৌছে দেবে।
পাঠকের মতামত
vhalo kaj. onnra egiye asley vhalo hoto.