বাংলারজমিন
কিশোরগঞ্জে র্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৬ অক্টোবর ২০২৩, সোমবারবিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। পরে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান প্রমুখ ছাড়াও বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাত ধোয়া প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।