ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

তাপপ্রবাহের মধ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

দেশ জুড়ে বয়ে যাওয়া টানা তাপপ্রবাহ আরও ৪ দিন থাকতে পারে। এ ছাড়া আজ নতুন করে আবারো হিট অ্যালার্ট জারি করা হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার মতো স্বস্তির খবরও দিয়েছে সংস্থাটি। অন্যদিকে তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিখন ঘাটতি পূরণে মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত শনিবার ক্লাসের সিদ্ধান্ত নেয়া হলেও প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধই থাকবে। 

আবহাওয়াবিদ ওমর ফারুক মানবজমিনকে বলেন, চলমান তাপপ্রবাহ ১লা মে পর্যন্ত থাকতে পারে। আগামীকাল (আজ রোববার) নতুন করে হিট অ্যালার্ট জারি করা হতে পারে। তিনি আরও বলেন, মে মাসের ২ তারিখের দিকে বৃষ্টি হতে পারে। এটা কয়েকদিন থাকার সম্ভাবনা আছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেছেন, তাপমাত্রা আরও তিন দিন এমনই থাকবে। পরশু কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন
তারপর ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে থাকবে। তিনি বলেন, ২রা মে থেকে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হবে। এই সময় ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ থেকে ৪ঠা মে আশা করা যায় প্রায় সারা দেশেই বৃষ্টি হবে। ফলে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে।

বজলুর রশিদ বলেন, এপ্রিল আমাদের উষ্ণতম মাস। মে মাসেও দেখা যায়, মাঝে মাঝে তাপপ্রবাহ আসে। যেহেতু মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাধারণত এই বৃষ্টি তিন থেকে পাঁচদিন হয়। এদিকে আগামী তিন দিন গরম কমার কোনো লক্ষণ নেই বলে গতকাল পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচদিন পরে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির আভাস দেয়া হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।  

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে এবং কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এ ছাড়া আগামীকাল ২৯শে এপ্রিল সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবং আগামী পাঁচদিন শেষের দিকে উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক চার ডিগ্রি। এ ছাড়া যশোরে ৪১ দশমিক ছয়, রাজশাহী ও ঈশ্বরদীতে ৪১ দশমিক পাঁচ, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক আট, রাঙ্গামাটিতে ৩৯ দশমিক পাঁচ, সাতক্ষীরায় ৩৯ দশমিক তিন, খুলনার কয়রায় ৩৯ দশমিক দুই, বাগেরহাটের মোংলায় ৩৯ দশমিক এক, খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর।

আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ছুটি থাকছে প্রাথমিকে: তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিখন ঘাটতি পূরণে মাধ্যমিক থেকে কলেজ পর্যন্ত শনিবার ক্লাসের সিদ্ধান্ত নেয়া হলেও প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বন্ধই থাকবে। পরবর্তী নির্দেশনা প্রাথমিকে অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এ ছাড়াও এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

হিটস্ট্রোকে মৃত্যু বেড়েই চলেছে: এদিকে এবার গরমে আতঙ্কের নাম হয়ে উঠেছে হিটস্ট্রোক। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। মানবজমিনের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী গতকালও হিটস্ট্রোকে তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনার পাইকগাছায় ইটভাটায় কাজ করা অবস্থায় রহমত আলী সানা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে মুন্সীগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ-আরএফএলের মাঠকর্মী সাখাওয়াত হোসেন মুকুলের (২৭) মৃত্যু হয়েছে। প্রাণ আরএফএলের মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের অদূরে মুন্সীরহাট এলাকায় মাঠপর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের হিটস্ট্রোকের সিমটম রয়েছে বলে জানান তিনি। নিহতের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে নওগাঁর নিয়ামতপুরে হিটস্ট্রোকে শাহাদাত  হোসেন (৪২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শাহাদাত হোসেন বালাতৈড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। শুক্রবার জুমার নামাজ  শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন তিনি। এসময় পরিবারের সদস্য তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম বলেন, প্রাথমিক অবস্থায় শাহাদাত  হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া  গেছে। তার ডায়াবেটিসের মাত্রা ছিল বেশি। তাকে  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status