ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

২ হাজার ৯৪৩ কনটেন্ট সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ

স্টাফ রিপোর্টার
৬ মে ২০২৪, সোমবার

২০২৩ সালের শেষ ছয় মাসে ২ হাজার ৯৪৩টি কনটেন্ট সরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে  বাংলাদেশ। কনটেন্টের সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও। পুলিশ এবং বিচার বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব অনুরোধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৫২ শতাংশ সরকারের সমালোচনা ক্যাটাগরির কন্টেন্ট। ১৭৫টি ভিডিও মানহানি সংক্রান্ত।
সরকারের এসব অনুরোধের ৫৮ দশমিক ৬ শতাংশের ক্ষেত্রে কোনো ব্যবস্থাই নেয়নি গুগল। সমপ্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১১ সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এ ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এসব কনটেন্ট সরাতে সব থেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থাও কনটেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে। 
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে মোট ১২ হাজার ৫৬৯টি কনটেন্ট সরাতে তিন হাজার ৭৬৬টি অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।
 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

সরকারের সমস্যা কি?

মিলন আজাদ
৬ মে ২০২৪, সোমবার, ৮:২০ অপরাহ্ন

Google এর নিজস্ব ফিল্টারিং সিস্টেম আছে। যে সকল কন্টেন্ট তাদের নীতিমালা বহির্ভূত সেগুলো তারা নিজেরাই সরিয়ে দেন। সরকারের অনুরোধে খুব বেশি কাজ হবে বলে মনে হয় না। Google এর জন্মভূমিতে প্রেসিডেন্ট এবং সরকারের বিরুদ্ধে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সমালোচনা হচ্ছে অহরহ।

Harun Rashid
৬ মে ২০২৪, সোমবার, ৭:৪৫ অপরাহ্ন

Google have won filter! Please, don't bother them!

M. Islam
৬ মে ২০২৪, সোমবার, ৫:১০ অপরাহ্ন

মামারবাড়ি আবদার, গুগল বাংলাদেশের মতো হলুদ সাংবাদিকতা করে নাকি তাদের আবদার রাখবে যে

হাস্যকর
৬ মে ২০২৪, সোমবার, ১২:২৪ অপরাহ্ন

দেশের পেপার পত্রিকা ও টিভি মিডিয়া সত্য ভাষন ছাপতে ও বলতে পারে না বলেই সাধারন মানুষ আজ সোস্যাল মিডিয়ার মুখাপেক্ষী সত্যটা জানার জন্য । এখন সেখানেও ডান্ডা বেড়ী পরানোর অপচেষ্টা করা হচ্ছে !!!

মাহাবুবুন্নবী চৌধুরী
৬ মে ২০২৪, সোমবার, ১২:১৩ অপরাহ্ন

গুগলও শেষ পর্যন্ত গোমর ফাঁস করে দিলো !

Roksana
৬ মে ২০২৪, সোমবার, ১২:০০ অপরাহ্ন

গুগোল জানে এসব কনটেন্ট এর সত্যতা আছে। তাই সরায়নি।

MU
৬ মে ২০২৪, সোমবার, ১১:৪৩ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status