ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

স্টাফ রিপোর্টার
১০ মে ২০২৪, শুক্রবার
mzamin

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। গতকাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে ৩৬ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে। ইভিএমে ভোটের হার ৩১ দশমিক ৩১ শতাংশ আর ব্যালটে ৩৭ দশমিক ২২ শতাংশ। তিনি আরও জানান, সবচেয়ে কম ভোট পড়েছে সোনাতলা, মীরসরাই ও কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।

সর্বশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা ভোটে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১ শতাংশ এবং তৃতীয় উপজেলা ভোটে ২০০৯ সালে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে। তবে ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা নির্বাচন এবং ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনের ভোটের হারের সঠিক তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন
যদিও ওই নির্বাচনগুলোতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ গত ৫টি উপজেলা নির্বাচনের মধ্যে এবারই সর্বনিম্ন ভোট পড়েছে।

এদিকে নির্বাচন কমিশন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ৬টি উপজেলায় ২০ শতাংশের নিচে ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভোট পড়েছে ১৭ শতাংশ। এ ছাড়া বগুড়ার সোনাতলায় ১৭.১১ শতাংশ, কুষ্টিয়া সদরে ১৭.৪২ শতাংশ, চট্টগ্রামের সন্দ্বীপে ১৮.৪৬ শতাংশ, ঢাকার নবাবগঞ্জে ১৮.৫৫ শতাংশ এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১৯.৯৩ শতাংশ ভোট পড়েছে। 

অন্যদিকে ৩০ শতাংশের নিচে ভোট পড়েছে এমন উপজেলার সংখ্যা ২২টি। এর মধ্যে কক্সবাজার সদরে ২৮.৪৪, চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২.৪০, ফেনীর ফুলগাজীতে ২৮.৭৬, চাঁদপুরের মতলব উত্তরে ২৩.৭৯, মতলব দক্ষিণে ২৩.৬০, ময়মনসিংহের হালুয়াঘাটে ২৯.৯৯, নরসিংদী সদরে ২৩.৭৪, শরীয়তপুরের নড়িয়ায় ২৩.৯২, ফরিদপুর সদরে ২৬.৭২, গাজীপুর সদরে ২৮.১৩, ঢাকার দোহারে ২৯.০৩, পিরোজপুর সদরে ২৬.৭০, বরিশালের বাকেরগঞ্জে ২৬.৩০, যশোরের কেশবপুরে ২৮.১০, ঝিনাইদহের কালীগঞ্জে ২৫.৭৭, ঝিনাইদহ সদরে ২৭.৮৮, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২৭.৪৩, মেহেরপুর সদরে ২৫.৮৯, পাবনার সাঁথিয়ায় ২৭.৫৫, বগুড়ার সারিয়াকান্দিতে ২৫.১৯, সিরাজগঞ্জ সদরে ২২.৭০ এবং পঞ্জগড় সদরে ২৩.০৩ শতাংশ ভোট পড়েছে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status