ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এবার বিদেশ মিশনের মধ্যম সারির কর্মকর্তা পর্যায়ে বড় রদবদল

মিজানুর রহমান
২৮ এপ্রিল ২০২৪, রবিবার

রাষ্ট্রদূত পর্যায়ে পরিবর্তনের পর বিদেশস্থ মিশনগুলোর মধ্যম সারির গুরুত্বপূর্ণ পদে রদবদল আনছে সরকার। টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর মাঝারি পর্যায়ের কূটনীতিকদের এটাই হতে যাচ্ছে বৃহৎ পরিসরে রদবদলের প্রথম ঘটনা। সেগুনবাগিচা বলছে, পররাষ্ট্রমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়নের আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেশক’টি প্রজ্ঞাপন জারি হয়েছে। মন্ত্রীর অনুমোদন এবং জারি করা প্রজ্ঞাপন মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক ২১ ব্যাচের কর্মকর্তা মিয়া মো. মাইনুল কবিরকে বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কনস্যুলেট জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে পাঠানো হচ্ছে।    

জেদ্দার বর্তমান কনসাল জেনারেল একই ব্যাচের মোহাম্মদ নাজমুল হকের মেয়াদপূর্তি হওয়ায় হেডকোয়ার্টারে ফেরানো হচ্ছে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে নাজমুল হক জেদ্দায় কনসাল জেনারেলের দায়িত্বে রয়েছেন। তারও আগে তিনি প্রায় ৩ বছর বৃটেনের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণাল?য়ের মুখপাত্র জনকূটনী?তি অনুবিভা?গের মহাপ?রিচালক ২৪ ব্যাচের কর্মকর্তা সেহেলী সাবরীনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসাল জেনারেল হি?সেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। মায়ামিতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান কনসাল জেনারেল (২১ ব্যাচের) ইকবাল আহমেদের ঢাকায় ফেরার আদেশ জারি হয়েছে।

বিজ্ঞাপন
প্রশাসন সূত্র বলছে, ইকবাল আহমেদ ঢাকা ফিরতে খানিকটা সময় চেয়েছেন। ফলে সেহেলী সাবরীন মায়ামিতে নতুন দায়িত্ব বুঝে নিতে খানিকটা সময় পাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) শাহ মোহাম্মদ তানভীর মনসুরকে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার করে পাঠানো হচ্ছে। কলকাতায় নিযুক্ত বর্তমান উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ২০ ব্যাচের কর্মকর্তা। ওই ব্যাচের অ্যাম্বাসেডারিয়াল পোস্টিং শুরু হয়েছে। এরইমধ্যে ২০ ব্যাচের ৫ জনকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার করা হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াধীন পরবর্তী স্লটে আন্দালিব সক্রিয় বিবেচনায় রয়েছেন মর্মে ইঙ্গিত মিলেছে। আন্দালিব ইলিয়াসের নিয়োগের প্রক্রিয়া অর্থাৎ এগ্রিমো ক্লিয়ার হওয়া, নতুন দায়িত্বে যোগদান অবধি তানভীর মসনুরকে অপেক্ষায় থাকতে হবে। এদিকে ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং মিশন উপ-প্রধান প্রীতি রহমানকে দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। প্রীতি ঢাকায় সাউথ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্রাসেলসে যান। পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালকের দায়িত্বে থাকা প্রবাস লামারংকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর করার সিদ্ধান্ত হয়েছে। পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের পরিচালকের দায়িত্বে থাকা (সদ্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা) মোহাম্মদ আল আলেমুল ইমামকে যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসের বাংলাদেশ মিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হককে নিউ ইয়র্কস্থ জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সেলর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status