ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

থানচিতে পর্যটকদের ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনতাই

বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন

mzamin

প্রতীকী ছবি

বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ‘কেএনএফ’ সশস্ত্র সন্ত্রাসীরা। রোববার রাতে উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের মধ্যে অনিক  জানান, গত ২৪শে ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ সদস্য। যার মধ্যে ৪ জন নারী। পরে নাফাকুম ভ্রমণ শেষে ২৫শে ফেব্রুয়ারি ভেলা খুম স্পটে ক্যাম্পিং করে তারা। ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। পরে তাদের সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয় তারা।

অনিক আরও জানান, সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের পরনে সেনাবাহিনীর পোশাকের মতো এবং ব্যাজে ‘কেএনএফ’ লেখা ছিল। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে বিষয়টি জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status