রাজনীতি
খালেদা জিয়ার সঙ্গে আমীর খসরুর সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ বাসভবন ফিরোজায় যান তিনি। খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেয়ার পাশাপাশি তার সঙ্গে ঘণ্টব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের নানা বিষয়ে কথা বলেন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের শীর্ষ নেতা। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়েছেন। আজ বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করতে গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, তিন মাস ১৭ দিন কারাভোগের পর গত ১৫ই ফেব্রুয়ারি মুক্তি পান আমির খসরু মাহমুদ চৌধুরী।