খেলা
তানজিদ তামিমের সেঞ্চুরিতে তারুণ্যের প্রতি বিশ্বাস বাড়ছে নান্নুর
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
(৯ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:৫৮ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিদ হাসান তামিম বিপিএলে হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি। এর আগে কুমিল্লার হয়ে যুব বিশ্বকাপ জাতীয় দলের আরেক সদস্য তাওহীদ হৃদয়ও বিপিএলের চলতি আসরে সেঞ্চুরি মেরেছেন। নিজ দেশের তরুণদের নিয়ে আশাবাদী সদ্য জাতীয় দলের নির্বাচক পদ থেকে বিদায় নেয়া নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছিলেন বিপিএলের ম্যাচ দেখতে। সেখানেই দেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, ‘এখানে অনেকগুলো খেলোয়াড় (তরুণ ক্রিকেটার) ভালো খেলছে। আজকে তো তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেছে। ধারাবাহিকভাবে একটা জায়গায় পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায়, তাহলে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবে। অনেকগুলো খেলোয়াড়কে যথেষ্ট ভালো লেগেছে। তরুণ ক্রিকেটাররা বড় একটা প্লাটফর্মে সুযোগ পেয়েছে, আরও সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরবে। জাতীয় দলে যদি সুযোগ পায় তাহলে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরুর দিকে বড় ইনিংস খেলতে দেখা যেতো বিদেশিদেরই বেশি। মূলত দলগুলোকে বিদেশি হার্ডহিটার ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকতে হতো। দিন বদলেছে, দেশের ক্রিকেটারও এই ফরম্যাটে অবদান রাখছে। বিপিএল তাদের জন্য এখন অনেক বড় প্লাটফর্ম। আজ বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এরপর ঢাকায় ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে অফের লড়াই। তবে চট্টগ্রাম পর্বে ব্যাটে বলের লড়াই দারুণ জমে উঠেছিল। এ নিয়ে নান্নু বলেন, ‘খুবই ভালো লাগছে। বিশেষ করে চট্টগ্রাম পর্বটা আজ শেষ হচ্ছে। দারুণ একটা পর্ব ছিল। উইকেটের মান ভালো ছিল, যেটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য দরকার ওই ধরনের উইকেটে খেলা হয়েছে। প্রত্যেকটা ম্যাচ খুব রোমাঞ্চকর ছিল এবং খেলোয়াড়েরা যথেষ্ট নিজেদেরকে মেলে ধরতে পেরেছে। এই অভিজ্ঞতা ওরা ঢাকা গিয়ে কাজে লাগাতে পারবে। চট্টগ্রাম পর্বটা বিপিএলকে আরও উপরে নিয়ে গেছে।’
অন্যদিকে লম্বা সময় পর তিনি জাতীয় দলের নির্বাচক থেকে অব্যাহতি পেয়েছেন। তার নির্বাচক হিসেবে ক্যারিয়ারের জার্নি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে নান্নু মনে করেন কাজ করতে গেলে উত্থান-পতন থাকবেই। তিনি বলেন, ‘অবশ্যই, কমফোর্ট জোন ছিল। এখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, গ্রাফটাকে আপনি কখনোই সমান্তরালে রাখতে পারবেন না। এটাতে আপস অ্যান্ড ডাউন হবে তো এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। অনেকগুলো তরুণ ক্রিকেটার পাইপলাইনে আছে যাদেরকে আমরা হাইপারফরম্যান্সে পরিচর্যা করেছিলাম। আশা করছি এরা আমাদের দেশকে অনেক কিছু দেয়ার জন্য অপেক্ষা করছে।’ অন্যদিকে নয়া নির্বাচক কমিটিতে জানিয়েছেন শুভেচ্ছাও। তিনি বলেন, ‘অবশ্যই শুভ কামনা থাকবে। নতুন প্যানেলে হান্নানও এসেছে। সবাই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কাজ করবে।’