বিনোদন
মুক্তি চাইলেন আয়েশা
বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারদীর্ঘ সময় পর গত শুক্রবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল আয়েশা তাকিয়াকে। লম্বা সময় পরে প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর চেহারা নিয়ে শুরু হয় সমালোচনা। এ দিন আয়েশাকে দেখে বোঝা গেল ঠোঁটের গঠন সম্পূর্ণ বদলে গিয়েছে। মুখও ফুলে গেছে। সবটাই প্লাস্টিক সার্জারির দৌলতে। নেটদুনিয়ায় আয়েশাকে নিয়ে সমালোচনা চলছে। তবে তার বিপরীতে এবার আয়েশা বললেন, আমার পর্দায় ফেরার ইচ্ছা নেই। তাই সমালোচনার কোনো যুক্তি নেই। প্লিজ! এসব থেকে মুক্তি দিন।