বিনোদন
নানা চমকে শিরোনামহীনের ‘বাতিঘর’
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। চলতি মাসেই ব্যান্ডটি প্রকাশ করতে যাচ্ছে প্রকাশিতব্য নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর প্রথম গান। এরইমধ্যে অ্যালবামের টাইটেল গান ‘বাতিঘর’র টিজার প্রকাশ হয়েছে। ভিডিও আকারেই দর্শকের সামনে গানটি আসবে। শিরোনামহীন’র দলনেতা জিয়াউর রহমান জানান, নতুন অ্যালবাম ‘বাতিঘর’ এর গানগুলো আমাদের শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে পুরো দল এক হয়ে কাজ করছি। সর্বশেষ থাইল্যান্ডে আমরা গানের শুটিং করেছি। ‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট দশটি গান। এরইমধ্যে অধিকাংশ গানের ভিডিও ধারণ করা হয়েছে। অল্প দুয়েকটি গানের শুটিং বাকি, যেগুলো হয়তো আগামী মাসে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ধারণ করা হবে। জিয়া আরও জানান, সব ঠিক থাকলে ২২শে ফেব্রুয়ারি ‘বাতিঘর’ শিরোনামের গানটি শ্রোতা-দর্শকদের হাতে তুলে দেবো। তিনি বলেন, প্রতিটি গানেই আমরা অডিওর সঙ্গে মিল রেখে ভিডিও করার চেষ্টা করেছি। যেমনটা আমাদের সব সময় হয়ে আসছে। ভিডিওগুলোতেই থাকছে নানা চমক। আমি মনে করি আমাদের শ্রোতাদের কাছে পুরো অ্যালবামটিই হবে চমকের। কারণ অনেকদিন ধরে এর কাজ করছি আমরা। আমরাও চেয়েছি ভক্ত-শ্রোতাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে।