খেলা
ভারতকে চমকে দিলো আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
১৭ বলে ৩৭ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। হাতে ছিল ৫ উইকেট। এ সময় জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ারের ঝড়ো ব্যাটিংয়ে হারের শঙ্কায় পড়ে ভারত। তবে শেষ পর্যন্ত ৪ রানের জন্য জয়বঞ্চিত হয় আয়ারল্যান্ড। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছিল ভারত। মঙ্গলবার ডাবলিনের ম্যালাহাইডে দীপক হুদার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২২৫ রান তোলে ভারত। ম্যাচ জিততে হলে রেকর্ডই গড়তে হতো আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে আইরিশদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২২৫ই। তবে ৫ উইকেটে ২২১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লে’তেই ৭২ রান তোলেন দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি ব্যালবার্নি। পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হওয়ার আগে মাত্র ১৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন স্টার্লিং। ৪ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফেরেন গ্যারেথ ডিলানি। তৃতীয় উইকেটে ৪ ওভারে ৪৪ রান যোগ করেন ব্যালবার্নি ও হ্যারি ট্যাক্টর। ৩৭ বলে ৬০ রান করে আউট হন ব্যালবার্নি। ট্যাক্টরের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। শেষ দিকে জর্জ ডকরেল ১৬ বলে ৩৪ ও মার্ক অ্যাডায়ার ১২ বলে ২৩ রান করেন। ভারতের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন। ভুবেনশ্বর কুমার ৪৬ রানের খরচায় সংগ্রহ করেন ১টি উইকেট। নবাগত উমরান মালিকেরও শিকার ১ উইকেট। ৪ ওভারে রান দেন ৪২। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ১৩ রানে ফেরেন ঈষান কিশান। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ১৭৬ রানের পার্টনারশিপে বিশ্বরেকর্ড গড়েন সাঞ্জু স্যামসন এবং দীপক হুদা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে এখন এটাই সবচেয়ে বেশি রানের জুটি। এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়েছিলেন জশ বাটলার ও ডেভিড মালান। মার্ক অ্যাডায়ারের বলে স্যামসন বোল্ড হলে ভাঙে জুটি। মাঠ ছাড়ার আগে এই ওপেনার ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কার মারে খেলেন ৭৭ রানের ইনিংস। ৫৭ বলে ৯ চার, ৬ ছক্কায় ১০৪ রান করেন হুদা। এরপর সূর্যকুমার যাদবের ১৫ এবং হার্দিক পান্ডিয়ার ১৩ রানে ২২৬ রানের টার্গেট দেয় ভারত।